পূর্বমেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার জগন্নাথপুর গ্রামে উদ্ধার হল এক পরিযায়ী পাখি। “ক্রেন” গোষ্ঠীভুক্ত পাখিটি প্রায় অচৈতন্য অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে। তবে কিভাবে পাখিটির এই পরিণতি তা বোঝা যায়নি।
পাখিটিকে দেখতে পেয়েই উদ্ধার করেন স্থানীয় এক বাসিন্দা। মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ আশ্রমের কাছে পাখিটিকে উদ্ধারের পর বাঁচানোর চেষ্টা চালান তাঁরা। শেষ পর্যন্ত পাখিটিকে নিয়ে পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তবে পাখিটির গায়ে সেভাবে কোনও চোট খুঁজে পাওয়া যায়নি। কোনও খাদ্যে বিষক্রিয়া থেকেও এমনটা হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছেন পশু চিকিৎসকেরা। বর্তমানে পাখিটিকে ছেড়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এলাকাবাসীরা।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp