পূর্ব মেদিনীপুর.ইন : অতিরিক্ত পনের টাকা না পেয়ে এক গৃহবধূকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তাঁর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গৃহবধূর অভিযোগ, বাপের বাড়ি থেকে অতিরিক্ত পনের টাকা না পেয়ে তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে।
নির্ষাতিতা গৃহবধুর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী ও শ্বাশুড়িকে গ্রেফতার করেছে। বুধবার কাঁথি মহিলা থানার পুলিশ স্বামী সেক বাপি ও শ্বাশুড়ি মিনু বিবিকে গ্রেফতারের পর বৃহস্পতিবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে ধৃতদের বাড়ি কাঁথি থানার চৌধুরিবাড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর আগে পার্শ্ববর্তী এলাকার সালমার সঙ্গে চৌধুরিবাড়ের সেক বাপির বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি সন্তান জন্ম গ্রহন করে।
এরপর থেকে সালমাকে বাপের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে শারিরিক ও মানসিক নির্ষাতন শুরু করে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা। গত ৬ মে গৃহবধু সালমাকে প্রাণে মেরে ফেলার জন্য তার গায়ে কেরেসিন তেল ঢেলে দেয়।
গৃহবধুর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। ১৪ মে গৃহবধু সালমা বিবি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে বুধবার রাতে বাড়ি থেকে স্বামী ও শ্বাশুড়িকে গ্রেফতার করে। এই ঘটনায় কাঁথি মহিলা থানা তদন্ত শুরু করেছে।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp