হলদিয়া, পূর্ব মেদিনীপুর : অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রিজন ভ্যানের জানালা গলে পলাতক দ্বিতীয় বিচারাধীন বন্দী অনিমেশ বেরা। শনিবার রাতে হলদিয়া সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করে টাউনশীপ ফাঁড়ির পুলিশ। ধৃতকে শীঘ্রই আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
প্রসঙ্গতঃ গত ৩ আগষ্ট মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে তমলুক আদালতে নিয়ে আসার সময় তমলুক শহরের যানজটে আটকে পড়া প্রিজন ভ্যানের জানালার রড বাঁকিয়ে ঝাঁপ মেরে পালিয়েছিল মাদক পাচারে ধৃত বিচারাধীন দুই বন্দী বিশাল দাস ও অনিমেশ বেরা। দু’জনের বাড়ি হলদিয়া এলাকায়। বছর খানেক আগে তাঁদের গ্রেফতার করা হয়েছিল।
সেই ঘটনার পরেই জেলা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। জেলা থেকে বাইরে যাওয়ার রাস্তাগুলিকেও সিল করে দেওয়া হয়। এর ২৪ ঘন্টা পর ৪ আগষ্ট গভীর রাতে হলদিয়া পুরসভার ২২নং ওয়ার্ডের ব্রজনাথচক এলাকায় নিজের বাড়ি থেকে বিশাল দাস’কে গ্রেফতার করে পুলিশ। তবে অপর অভিযুক্ত অনিমেশ-এর কোনও খোঁজ মিলছিল না।
শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে হলদিয়ার টাউনশীপ এলাকায় সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছ থেকে দ্বিতীয় অভিযুক্তকেও পাকড়াও করল পুলিশ। যদিও প্রিজন ভ্যানের জানালার রড বাঁকিয়ে বন্দী পালালো কিভাবে সেই বিষয়ে এখনও কোনও সদুত্তর মেলেনি পুলিশের তরফ থেকে। তবে তমলুকের বিচারাধীন বন্দী পালানোর ঘটনায় কারা কর্তৃপক্ষের সুরক্ষা ব্যবস্থা আরও একবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল।