পূর্বমেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক হলেন বিভু গোয়েল। বিভু গোয়েল নদীয়া জেলার জেলা শাসক ছিলেন। বুধবার নদীয়া থেকে তিনি পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ-এর কাছ থেকে সমস্ত দায়িত্বে বুঝে নেন।
দায়িত্ব নিয়েই জেলা শাসকের বার্তা, “আমি বিভু গোয়েল। সবাইকে নমষ্কার জানাচ্ছি। আমি আজ নদীয়া থেকে এসে পূর্ব মেদিনীপুরের চার্জ গ্রহণ করেছি। আশা করছি আমার যে টেনিওর থাকবে সেই সময়ে সরকারী নিয়ম মেনেই সমস্ত কাজ যা চলছে তা এগিয়ে নিয়ে যাব”।
তিনি আরও জানান, “সকল নাগরিককে অনুরোধ করব, করোনা মহামারি পরিস্থিতিতে সবাইকে নিয়ম মেনে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে সতর্ক ভাবে লড়াই চালিয়ে যেতে বলব। এই লড়াইয়ে আমরা অবশ্যই জিতব”।
তাঁর বক্তব্য, “চেষ্টা করব, যতরকম উন্নয়নের কাজ চলছে সেগুলিকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাব। সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা”। অন্যদিকে আজই নিজের পুরানো দায়িত্বে থেকে অব্যাহতি নিয়েছেন পার্থ ঘোষ। তিনি জানান, “আজ নতুন জেলা শাসক বিভু গোয়েলকে দায়িত্ব হস্তান্তর করলাম”।
তিনি জানান, “আমি প্রায় এক বছর ১০ মাস জেলার দায়িত্ব সামলেছি। মিডিয়া, জনপ্রতিনিধিদ সহ সমস্ত জেলাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি”। এদিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং কর্মচারীরা পার্থ ঘোষকে বিদায় সম্বর্ধনা জানান।
জেলাশাসক পার্থ ঘোষ জেলার সমস্ত আধিকারিক কর্মচারী, জনপ্রতিনিধি, সাধারণ মানুষদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান।পাশাপাশি নতুন জেলাশাসককেও স্বাগত জানান জেলাশাসক দপ্তরের আধিকারিকরা এবং কর্মচারীবৃন্দরা।