মহম্মদ শেখ আরেফুল, পূর্বমেদিনীপুর.ইন : আমফানের তান্ডবের পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। কিন্তু তারপরেও শুধুমাত্র প্রশাসনের উদাসীনতায় উপেক্ষিত শতাধিক গ্রামবাসী। অচল হয়ে রয়েছে বিদ্যুতের সংযোগ। যার ফলে পানীয় জলের যোগান স্তব্ধ হয়ে গিয়েছে।
এই নিয়ে প্রশাসনের সব স্তরেই আবেদন নিবেদন করেছেন এলাকাবাসীরা। কিন্তু প্রত্যন্ত এলাকা হওয়ায় কারও বিশেষ হেলদোল দেখা যায়নি। অগত্যা বাধ্য হয়েই প্রতিবাদের রাস্তায় নামল এলাকাবাসীরা।
বৃহস্পতিবার বেলার দিকে শতাধিক গ্রামবাসী রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন। এদিন গ্রামবাসীরা দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের বনভেড়্যা স্টপেজের কাছে রাস্তায় টায়ার জ্বেলে, বাঁশ ফেলে অবরোধ করেন। এর জেরে দীর্ঘ সময় গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তার দু’দিকেই।
সকাল ৯.১৫টা নাগাদ অবরোধ শুরু হওয়ার পর দীর্ঘ সময় বাদে ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে আলোচনার পর অবরোধ উঠে যায়। যদিও এলাকাবাসীরা জানিয়েছেন, দ্রুত সমস্যা না মিটলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলন হবে।
কি ঘটেছিল দেখুন ভিডিওটি-