সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের মিনাবাজারের উরুষ উৎসবে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে খাওয়া দাওয়া করার পর হঠাৎই অসুস্থতা বোধ করেন শওকত বাবু। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে তার আত্মীয়স্বজনরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃত ব্যক্তির এক আত্মীয় জানান, তারা গতকাল মেদিনীপুরে এসে পৌঁছেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারী তাদের বাংলাদেশ ফিরে যাওয়ার কথা। তার মধ্যেই এই ঘটনা ঘটে যাওয়ায় শোকের ছায়া দেখা দিয়েছে আন্যান্য পুণ্যার্থীদের মধ্যে।
জানা গেছে মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে মৃতদেহ মেদিনীপুরেই দাফন করা হবে বলে জানান তাঁর আত্মীয় স্বজনরা।