পূর্বমেদিনীপুর.ইন : আঙ্গনওয়াড়িতে নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকের কুদি ৪০ নং কেন্দ্রে এই বিক্ষোভ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই ঘটনার পর এলাকায় চরম উওেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, প্রসূতি মা এবং বাচ্চাদের জন্য তৈরি খাবার মিলছে না ঠিক ভাবে। অঙ্গনওয়াড়ি কর্মীরা সব জানা সত্ত্বেও কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
অভিযোগ এতেই সীমাবদ্ধ ছিল না। এলাকার মানুষদের অভিযোগের তালিকা যথেষ্ট লম্বা ছিল বলে দাবি। গ্রামবাসীদের দাবী, অনিয়মিতভাবে সেন্টার খোলা থেকে খাদ্যের মান নিয়ে উদাসীনতা সব অভিযোগই রয়েছে সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে।
যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ অঙ্গনওয়াড়ির কর্মীরা। সুপারভাইজার শিমা দাস বলেন, .স্কুলের পরিকাঠামো ঠিক না থাকায় তালিকা ভুক্ত খাওয়ার আমরা দিতে পারছি না। শিশুদের খাওয়ারে গাফিলতি অভিযোগ পুরোপুরি মিথ্যে”।
তাঁর দাবী, “আমরা এই বিষয়ে বিডিও অফিস সহ আমাদের দপ্তরের আধিকারিকে বিষয়টি জানিয়েছি”। স্থানীয় বাসিন্দা অভিজিৎ গায়েন বলেন, খাওয়ারের মান নিন্মমানের, তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি।