পূর্বমেদিনীপুর.ইন : বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায় একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে এগরা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এগরার ৬নং ওয়ার্ডের শ্মশান সংলগ্ন একটি পুকুরে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনা জানাজানি হতেই এলাকার বহু মানুষ ভীড় জমান ঘটনাস্থলে।
এরপর তারা এগরা থানায় খবর দেয়। পুলিশ এসে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। দেহটিকে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তাঁর পরিচয় উদ্ধার করতে জোরদার তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে কিভাবে ওই যুবকের মৃত্যু তাও খতিয়ে দেখছে পুলিশ।