পূর্বমেদিনীপুর.ইন : বাড়ির পুকুরের স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটছে এগরা থানার বাথুয়ারী এলাকায়। মৃত যুবকের নাম টোকন বারুই (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার দুপুরে বাড়ির পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায় টোকন। এরপর পরিবারের লোকেরা তাকেউদ্ধার করে পিরিজ খাবার ব্লক স্বাস্থকেন্দ্রে ভর্তি করে।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরাতাকে এগরা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। অবস্থা আরও সঙ্কটজনক হলে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার গভীর রাতে তাঁকে কোলকাতায়নিয়ে যাওয়ার পথে রাস্তার মৃত্যু হয় যুবকের।
মঙ্গলবার কাঁথি থানার পুলিশ মৃতদেহটি কাঁথি হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ছেলেটি প্রায়শই মদ্যপান করে বাড়ি ফিরত। এদিন দুপুরেও মদ্যপানের জেরে তাঁর মৃত্যু কিনা তা খ্যতিয়ে দেখছে পুলিশ।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp