নন্দন বেরা, পূর্বমেদিনীপুর.ইন (এগরা) : শনিবার সকালে এগরা পুরসভার-১নং ওয়ার্ডের একটি পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এগরার ঝাটুলাল হাইস্কুলের মাঠে খেলাধুলো করছিল একদল ছেলে। তারাই পুকুরে মৃতদেহটিকে ভাসতে দেখে।
খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। তবে মহিলার মৃতদেহে পচন ধরে যাওয়ায় তাঁর পরিচয় উদ্ধার করা যায়নি। হাতে শাঁখা, পরনে শাড়ি রয়েছে মহিলার।
এগরা থানা সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে কোনও মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগ পুলিশে দায়ের হয়নি। তাই মহিলা স্থানীয় বাসিন্দা নাকি তিনি অন্য কোথা থেকে এসেছেন তা পরিষ্কার নয়।
মৃতদেহটিকে উদ্ধার করে কাঁথি থানায় ময়না তদন্তে পাঠানো হয়েছে। কিভাবে মহিলার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে মৃতের পরিচয় জানতে আশেপাশের এলাকায় খবর পাঠানো হয়েছে।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp