মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : এগরায় বিজেপি প্রার্থীর ফ্লেক্স, ফেস্টুন ও পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃনমুল কংগ্রেস বিরুদ্ধে। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
ঘটনাটি ঘটছে এগরা বিধানসভার বাসুদেবপুরে ২৯৩ ও ২৯৪ নম্বর বুথ এলাকায়। শনিবার সকালে এলাকার বিজেপি কর্মীরা এসে ঘটনাটি দেখতে পায়। এরপর তারা এগরা থানায় বিষয়টি জানায়।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে এগরা থানার পুলিশ। বিজেপির কাঁথি সাংগঠনিক যুব মোর্চার সম্পাদক শচীন সিহনা বলেন, শাসকদল তৃনমুল তাদের পতাকা ছিঁড়ে দিয়েছে। তিনি আরও বলেন এভাবে বিজেপিকে আটকানো যাবে না।
এলাকার তৃনমুল নেতা তথা জেলার সাধারন সম্পাদক মৃনালকান্তি দাস বলেন, এই ঘটনার সঙ্গে তাদের দলের কেউ জ্বড়িত নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফলেই এমনটা হয়েছে বলে তিনি দাবী করেন।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp