পূর্বমেদিনীপুর.ইন : এগরা দিঘা রাজ্য সড়কে একটি বোলেরো ও ইঞ্জিন রিক্সার সংঘর্ষে মৃত্যু হল ইঞ্জিন রিক্সা চালকের। আহত হলেন আরও চারজন। এগরা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।
স্থানীয় সূএে জানা গেছে বাঁশ বোঝাই করে ইঞ্জিন রিক্সাটি এগরার মোহনপুরের দিকে যাচ্ছিল। সেই সময় একটি বোলেরো গাড়ি গিয়ে রিক্সাটির পেছনে ধাক্কা মারে। এরফলে রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যান ব্যক্তিরা।
কিছুক্ষনের মধ্যেই আহতদের উদ্ধার করে এগরা হাসপাতালের পাঠানোর ব্যাবস্থা করেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ছুটে যায় এগরা থানার পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু ঘটে রিক্সা চালক ধীরেন পাত্রের (৪৫)। পশ্চিম মেদিনীপুরের কুরদা গ্রামের বাসিন্দা তিনি।
দুর্ঘটনাগ্রস্থ রিক্সা ও গাড়িটি উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। আহতরা এখনও সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন বলেই জানা গেছে পুলিশ সুত্রে। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।