মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : রবিবার এগরার ষড়রংয়ে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল গোলক বিহারী জানা (৫৩)। তাঁর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক রঙ চড়ানোরও চেষ্টা চালিয়েছেন অনেকেই।
তবে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় প্রায়ই পরিবারে এসে অশান্তি করত। স্ত্রী ছেলে মেয়েদের মাঝে মধ্যেই মারধরও করত। এরপরেই পুলিশ মৃতের স্ত্রী সহ ছেলে মেয়েদেরও থানায় এনে জিজ্ঞাসাবাদ চালায়।
টানা জেরায় কেউই মুখ খুলতে না চাইলেও শনিবার গভীর রাতে পাশের ঘরে ওই ব্যক্তিকে খুন করা হলেও কিছুই টের পেলেন না তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা, এই বিষয়টিই ভাবাচ্ছে পুলিশকে। পুলিশের সন্দেহ, এই খুনের ঘটনায় একের অধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
তদন্তে পুলিশ আরও একটি বিষয় জানতে পেরেছে, মৃতের স্ত্রীর সঙ্গে এক যুবকের অবৈধ সম্পর্কের কথা ঘুরে ফিরে আসছে সর্বত্র।
তাই প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মৃতের স্ত্রী কোনও না কোনও ভাবে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। তাই তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।