পূর্বমেদিনীপুর.ইন : বৃহস্পতিবার বিকেল নাগাদ দিঘা গামী একটি পর্যটক বোঝাই প্রাইভেট গাড়ির সঙ্গে একটি যাত্রী বোঝাই টোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কাঁথির সানন্দা হোটেল সংলগ্ন এলাকার রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় টোটো গাড়িটি ভেঙে টুকরো হয়ে যায়। সেই সঙ্গে টোটো চালক কৃষ্ণ মাইতি মারাত্মক জখম হয়েছেন। তাঁকে গুরুতর অবস্থায় প্রথমে কাঁথির একটি বেসরকারী হাসপাতালে এবং পরে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়াও টোটোর দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার জেরে বেশ কিছু সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।