পূর্ব মেদিনীপুর.ইন : কাঁথির দেশপ্রাণ ব্লকের পূর্ব মকুন্দপুর গ্রামে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে বেধড়ক গণধোলাই দিল গ্রামবাসীরা।
ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রদীপ দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রামের এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের চেষ্টা করে ওই ব্যক্তি। যুবতী চিৎকার করলে অভিযুক্ত পালাতে চেষ্টা করে। এরপর স্থানীয় জনতা পিছু ধাওয়া করে অভিযুক্ত যুবককে ধরে ফেলে।
উত্তেজিত জনতা ওই যুবককে গনপ্রহার দেয়। ঘটনার খবর পেয়ে হাজির হয় কাঁথি থানার পুলিশ। উত্তেজিত জনতাকে বুঝিয়ে অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার বিকালে যুবতীর পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়। শুক্রবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp