মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : বাড়ি আলোকিত করতে গিয়ে নেমে এলো অন্ধকার। দীপাবলি উপলক্ষে বাড়িতে এলিডি লাইট লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁথি দেশপ্রাণ ব্লকের ঘোড়াঘাটা এলাকায়।
পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম শশধর পয়ড়্যা (৩০)। তার বাড়ি কাঁথি থানার ফুলবাড়ি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার দুপুরে বাড়িতে এলিডি লাইট লাগাচ্ছিল শশধর। সেই সময় হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয় ওই যুবক।
পরিবারের লোকেরা জানতে পেরে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। এরপর তাঁকে দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষনা করেন। কাঁথি থানায় পুলিশ মৃতদেহটি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।