পূর্বমেদিনীপুর.ইন : কাঁথি রসুলপুর রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে অযোধ্যাপুর বাসস্ট্যান্ডে সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত সোমনাথ জানা (৪০) অযোধ্যাপুরের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে কোন একটা কাজে বেরিয়ে ছিলেন সোমনাথবাবু। রাত্রি প্রায় দশটা নাগাদ অযোধ্যাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সোমনাথবাবু।
স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কাঁথি হাসপাতালের চিকিৎসকরা দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেন। কিন্তু শেষ রক্ষা হল না। রাতেই হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।
আচমকা এই মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছালে পরিবার থেকে গ্রামের লোকেদের মধ্যে শোকের ছায়া নেমে আছে। ঠিক কি কারণে এমন ঘটনা তা খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ। মৃতদেহটি হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত সোমনাথের কাঁথিতে একটি দোকান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।