মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : রাস্তার পাশে পড়ে থেকে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত যুবকের নাম চন্দন বর (৩৩)। তাঁর বাড়ি মারিশদা থানার গয়াগিরি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে কাঁথির ধর্মদাসবাড় এলাকায় রাস্তার পাশে ওই যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথম দিকে বিষয়টিকে কেউ গুরুত্ব না দিলেও পরে কয়েকজন তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
সেখানেই চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে জানায়। কিন্তু কিভাবে মৃত্যু হল ওই যুবকের তা এখনও পরিষ্কার নয়। ছেলেটির শরীরেও সেভাবে কোনও আঘাতের চিহ্ন নজরে আসেনি।
কাঁথি থানার পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারে খবর দেওয়ার পাশাপাশি দেহটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী তদন্তের কাজ এগোবে বলেই জানিয়েছে পুলিশ।