মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : শনিবার সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রচন্ড জোরে ধাক্কা মারে মাছ পরিবহনকারী একটি খালি পিকআপ ভ্যান। এই ঘটনায় পিকআপ ভ্যানের খালাসীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১১৬বি জাতীয় সড়কে কাঁথির মহিষাগোট বাসস্ট্যান্ডের কাছে। ট্রাকটি ওই সময় একটি ধাবার কাছে দাঁড়িয়ে ছিল। কিন্তু পিকআপ ভ্যানটি প্রচন্ড গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে।
মৃত ব্যক্তির নাম অর্জুন বর্মন (৩৫)। তাঁরবাড়ি ময়না থানার সুদামপুর এলাকায়। এই ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত অবস্থায় কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে রাস্তায় সাময়িক জানজট তৈরি হয়। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে।
পাশাপাশি মৃত খালাসীকেও উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িদুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-