পূর্বমেদিনীপুর.ইন : সিবিআইয়ের নোটিশ পেলেন কাঁথি আদালতের এক আইনজীবি সহ ৬’জন ল’ক্লার্ক। আজ বৃহস্পতিবার তাঁদের হলদিয়ার সিপিটি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী অফিসে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। ভোট পরবর্তী হিংসায় মৃত কাঁথির বিজেপি কর্মী জন্মেঞ্জয় দলাই খুনের ঘটনার অভিযুক্তদের জামিনের আবেদন করা আইনজীবি ও ল’ক্লার্কদের সিবিআই সময় পাঠিয়েছে বলে জানা গেছে। তবে সিবিআই নোটিশ প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওই আইনজীবি বা ল’ক্লার্কদের তরফ থেকে। গোটা ঘটনায় কাঁথি আদালতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনের সময় কাঁথি ৩ ব্লকের তৃণমূল নেতার নন্দ মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় তৃণমূলের অভিযোগের তীর ছিল স্থানীয় বিজেপি কর্মী জন্মঞ্জয় দলাইয়ের বিরুদ্ধে। ভোটপর্ব মিটলে বিজেপির সেই জন্মেঞ্জয় দলাইকে তুলে নিয়ে গিয়ে মারধর করে খুনের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। মৃত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি ওঠে। পরবর্তীতে সেই তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
এই ঘটনায় তৃণমূলের স্থানীয় বেশ কয়েকজন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তবে সেই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল নেতা ও কর্মী শর্তসাপেক্ষে জামিন পান। আর এই মামলায় যে সমস্ত আইনজীবী ও ল-ক্লার্করা অভিযুক্তদের জামিনের জন্য কাজ করেছিলেন তাঁদের হাতেই সিবিআইয়ের নোটিশ এসেছে বলে দাবী করেছেন আইনজীবিদের একাংশ।–তথ্যসূত্র – tv9বাংলা
মোবাইলে নিউজ আপডেটপেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন, ক্লিক করুন Whatsapp