পূর্বমেদিনীপুর.ইন : কাঁথি শহরের সুপার মার্কেট সংলগ্ন এলাকায় একটি সোনা দোকানের নাবালক কারিগরের ঝুলন্তমৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত কিশোরের নাম সাগর শীট (১৪)। তাঁর বাড়ি কাঁথি থানায় বাসুদেববেড়িয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত কয়েক মাস আগে কাঁথির সুপার মার্কেটের একটি সোনার দোকানে কাজের জন্য ওইনাবালককে আনা হয়। বাড়ির নীচে সোনার দোকান আরতার ওপরের ঘরেসবাই থাকতো। ওই নাবালককেও ওপরের একটি ঘরে থাকার বন্দোবস্ত করা হয়েছিল।
বৃহস্পতিবার রাত্রি ৯টা নাগাদ ছেলেটিকে তাঁর ওপরের ঘরের মধ্যেই গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। ঘটনা জানাজানি হতেই স্থানীয় দোকানদার সহ এলাকার বহু মানুষ সেখানে ভীড় জমান।
খবর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁথি থানারপুলিশ। মৃতদেহটিকেউদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবী ওই কিশোরকে খুন করা হয়েছে। আরপ্রমান লোপাটের জন্য তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে ওই দোকানের মালিক।
এর পরেই দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি প্রশ্ন উঠেছে দেশজুড়ে শিশু শ্রমিক নিষিদ্ধ হলেও ওই নাবালককে কি করে সোনার দোকানে কাজে রাখা হয়েছে। যদিও মৃতের পরিবারের সদস্যদের এই ঘটনায় কোনওপ্রতিক্রিয়া জানা যায়নি। কাঁথি থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।