কাঁথি, পূর্ব মেদিনীপুর : সমূদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলছে। সেই ফাঁকে ট্রলারে চলছে মেরামতি কাজ। সেই সময়ই ওয়েল্ডিংয়ের আগুন ছিটকে আচমকাই ভয়াবহ আগুন লাগে দুটি ট্রলারে। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে খেজুরির কালিনগরে বজবজিয়া খাল সংলগ্ন এলাকায়। স্থানীয় মৎস্যজীবী ও দমকলের একটি ইঞ্জিন বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ততক্ষণে দুটি ট্রকার পুরোপুরি ভস্মীভুত হয়ে যায়। প্রাথমিক ভাবে অনুমান, এই অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার সামগ্রী নষ্ট হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, “সারি সারি দাঁড়িয়ে থাকা ট্রলারগুলিতে মেরামতির কাজ চলছিল জোর কদমে। আজ দুপুর নাগাদ একটি ট্রলারে ওয়েল্ডিংযের কাজ চলাকালীন আগুন ধরে যায়। হাওয়ার বেগে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি ট্রলারে। কিংকর্তব্যবিমূঢ় মৎস্যজীবিরা মেশিন বসিয়ে জল সেঁচে আগুন নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে ছুটে আসে হেড়িয়া ফাঁড়ির পুলিশ। সেই সঙ্গে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
প্রসঙ্গতঃ দিঘার সমূদ্রে ছোট বড় মিলিয়ে প্রায় আড়াই হাজার ট্রলার মাছ শিকার করে। তবে মাছেদের প্রজননের জন্য প্রতি বছরের মতো এবারও ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ৬১ দিনের ব্যান পিরিয়ড চলাকালীন ট্রলারগুলিতে মেরামতের কাজ সেরে নেওয়া হয়। কালীনগরের বজবজিয়া খালে এমনই বহু ট্রলার মেরামতের জন্য রাখা হয়। আজ সেখানেই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মৎস্যজীবি থেকে দুর্ঘটনা ট্রলারের মালিকদের মাথায় হাত পড়েছে।
মোবাইলে নিউজ আপডেটপেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন, ক্লিক করুন Whatsapp