পূর্ব মেদিনীপুর.ইন : শুক্রবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার কুকড়াহাটি গ্রামপঞ্চায়েতের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে সুতাহাটা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত অফিসের মূল দরজাটির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়েই ছুটে আসেন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য ও কর্মীরা।
জানা গেছে, পঞ্চায়েত অফিসের ভেতরের একাধিক আলমারির দরজার তালা ভেঙে একাধিক গুরুত্বপূর্ণ কাগজ লোপাট হয়ে গিয়েছে। এরই পাশাপাশি নগদ টাকা বা ঠিক কি কি খোওয়া গিয়েছে তা খোঁজ খবর করে দেখা হচ্ছে বলে পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সুতাহাটা থানার পুলিশ। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও খোলসা করে জানা যায়নি।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp