পূর্বমেদিনীপুর.ইন : বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানা এলাকার অন্তর্গত কুকড়াহাটি এলাকায় নদীর চর থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন কুকড়াহাটি অঞ্চলের এড়্যাখালির হুগলীনদীর চরে মৃতদেহটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ভাটার সময় দেহটি পাড়ে ভেসে ওঠে। তবে জলে দীর্ঘক্ষণ থাকায় দেহটি অনেকটাই বিকৃত হয়ে গিয়েছে। মৃত ব্যক্তির পরনে হাফ প্যান্ট ও একটি টিশার্ট পরা রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ হবে। তবে এখনও পর্যন্ত এই মৃতদেহের দাবীদার কাউকেই খুঁজে পাওয়া যায়নি। মৃত ব্যক্তির পরিচয় জানতে আশেপাশের থানা এলাকাগুলিতে খবর পাঠানো হয়েছে বলে সুতাহাটা থানা সূত্রে জানানো হয়েছে।