মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : শব্দবাজী নিয়ে খেলা করতে গিয়ে ঘটে গেল বিস্ফোরণ। আর সেই ঘটনায় গুরুতর আহত হল এক শিশু।
ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার জালালখাবার এলাকায়। সোমবার দুপুরে বাড়ির সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত শব্দবাজি নিয়ে খেলা করছিল সেক সবন আলি নামে শিশুটি। আচমকা শব্দবাজিটি সবনের হাতে ফেটে যায়।
এরপর পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালের ভর্তি করে। এখন কাঁথি হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসারধীন রয়েছে সে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল স্বরস্বতী পুজো উপলক্ষে এলাকায় শব্দবাজী ফাটানো হচ্ছিল। সোমবার সকালে বাড়ির পাশে এমনই একটি শব্দবাজী পড়ে থাকতে দেখে সেটি নিয়ে খেলা করতে গিয়েই ঘটে যায় বিপত্তি।
শিশুটির সারা শরীর রক্তাক্ত অবস্থায় জখম হয়ে যায়। কিশোরের হাতে সেলাই করা হয়েছে।