পূর্ব মেদিনীপুর.ইন : বুধবার সন্ধ্যে নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ণ নদী থেকে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এর মধ্যে আবার একটি দেহের মাথা ও কোমরের নীচ থেকে কেটে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যে নাগাদ কোলাঘাট বীট হাউস থানার ছাতিন্দা গ্রামের নদীর পাড়ে প্রথমে এক যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। মৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর বলে মনে করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর কিছু সময় পরেই কোলাঘাট বাজার এলাকায় আরও একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। এই দেহের মাথা ও কোমরের নীচ থেকে কেটে নেওয়া হয়েছে।
মাঝে মধ্যেই নদীতে মৃতদেহ ভেসে এলেও আজকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মৃতদেহগুলি কোথা থেকে ভেসে এসেছে তা এখনও পরিষ্কার নয়। পুলিশ দেহগুলি ময়না তদন্তের জন্য তমলুক জেলা সদর হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp