পূর্ব মেদিনীপুর.ইন : বৃহস্পতিবার সাত সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ৬নং জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই ফুল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়াও আরও ৩ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও পর্যন্ত মৃত ও আহতদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টা নাগাদ কোলাঘাটে জাতীয় সড়কের ওপর শরৎ সেতুর কাছে নিয়ন্ত্রণ হারায় একটি ডাম্পার। গাড়িটি প্রচন্ড গতিতে প্রথমে একটি ফুল বোঝাই অটোতে ধাক্কা মারে এবং পরে আরও ২টি মোটর বাইকে ধাক্কা মারে। এর জেরে বাইকে থাকা দুই ফুল ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। রক্তাক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েন বাকীরা।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে মেছেদার একটি বেসরকারী নার্সিং হোমে এবং পরে তাঁদের তমলুক জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সেই সঙ্গে ঘাতক ডাম্পারটিকেও আটক করেছে পুলিশ, যদিও পুলিশ আসার আগেই চালক গাড়ি ফেলে পালিয়েছে বলে জানা গেছে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুল ব্যবসায়ীদের মধ্যে।