কোলাঘাট : মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরে ৬নং জাতীয় সড়কের কোলাঘাট থানার বড়দাবাড় এলাকায় মর্মান্তিক ভাবে দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট গাড়ি। প্রচন্ড গতিতে ছুটে যাওয়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এই ঘটনায় গাড়িতে থাকা এক একাদশ শ্রেণীর ছাত্রীকে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক ভাবে মৃত মেয়েটির নাম সুস্মিতা পাড়ই (২০) বলে জানা গেছে। এছাড়াও চালক কমল প্রামাণিক (২১)কেও গুরুতর আহত অবস্থায় পাঁশকুঁড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত ২জনের বাড়ি বাড়ি কোলাঘাট থানার বড়িষায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে কোলাঘাটের বড়দাবাড়ের কাছে অল্টো গাড়িটিকে রাস্তার পাশে উল্টে থাকতে দেখেন স্থানীয়রা। সে সময় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থেকে মৃত্যু হয় ছাত্রীটির। চালক বেশ খানিকটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও পরে মৃত্যু হয় তাঁর।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘক্ষণ রাস্তার ধারে দুর্ঘটনায় জখম হয়ে ২ জন পড়ে থাকলেও পুলিশের দেখা মেলেনি। দুর্ঘটনার প্রায় ৩৫ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ আসে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালক সহ মৃত ছাত্রীকে পাঁশকুড়ার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়।