পূর্ব মেদিনীপুর.ইন : স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবী মেনে বালিঘাই থেকে পাহাড়পুর পর্যন্ত প্রায় দশ কিমি ক্যানেল সংস্কারের কাজ চলছিল জোর কদমে।
কিন্তু বালিঘাই এলাকায় কিছু মানুষ ক্যানেলের জায়গা জবরদখল করে বসে থাকায় সেই কাজ চূড়ান্ত ব্যাহত হচ্ছে।
এই নিয়ে প্রশাসনও সম্পূর্ণ নীরব। এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর নাগাদ প্রায় ২ ঘন্টা ধরে কাঁথি এগরা রাজ্য সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা।
এই ঘটনার জেরে রাস্তায় ব্যাপক জানজট তৈরি হয়। রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এগরা থানার পুলিশ। তাঁরা বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলে দেয়।
বিক্ষোভকারীদের দাবী, ক্যানেলের কাজ দ্রুত শেষ করতে হবে। সেই সঙ্গে বালিঘাইয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার রাস্তার পাশ থেকে জবরদখলকারীদের হঠিয়ে মানুষের যাতায়াতের রাস্তা করে দিতে হবে। পরে প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নিয়েছেন তাঁরা।
——- বিজ্ঞাপন ——-

——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-
