পূর্বমেদিনীপুর.ইন : নির্বাচনের উত্তাপ আছেই। তারই মাঝে রামনবমী পালন নিয়ে সরগরম পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকা। শনিবার বিজেপির তরফে পালন হচ্ছে রামনবমী, আর রবিবার রয়েছে তৃণমূলের। কার রামনবমীর আয়োজন কত বড় তা নিয়ে শুরু হয়েছে অলিখিত প্রতিযোগিতা।
শনিবারের রামনবমীতে যাতে কোনও ধরণের অশান্তি না হয় তার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে কাঁথি শহরে। এদিন সকালে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে শুরু হয় মিছিলটি। এখান থেকে চৌরঙ্গী মোড় হয়ে কাঁথি শহর পরিক্রমা করে মিছিলটি।
মিছিলে হাজার দুয়েক মানুষ সামিল হয়েছিল বলে সূত্রের খবর। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তপন মাইতির দাবী, এটা কোনও রাজনৈতিক কর্মসূচী নয়। সম্পূর্ণ ধর্মীয় আবেগ থেকেই ভক্তরা এই মিছিলে সামিল হয়েছেন স্বতঃস্ফূর্ত ভাবে।
আগামী কাল রবিবার এই একই জায়গায় রয়েছে তৃণমূল পরিচালিত রামনবমীর অনুষ্ঠান। যাকে ঘিরে কাঁথি শহর জুড়ে সাজো সাজো রব পড়ে গিয়েছে আজ থেকেই। আয়োজকদের দাবী, আগামী কালের রামনবমীর মিছিলের বহর আজকের থেকে কয়েকগুণ বড় হবে। যা আরও বেশী দৃষ্টিনন্দন ও মনোজ্ঞ হবে বলে দাবী আয়োজকদের।
দেখুন ভিডিওটি-
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp