পূর্ব মেদিনীপুর.ইন : ভগবানপুরের খাজুরআড়ি গ্রামের বাসিন্দা পেশায় ট্রাকের খালাসী এক যুবককে খুন করার অভিযোগ তুলে ট্রাক চালকের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয় পরিজন সহ স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে পুলিশ স্থানীয়দেরবুঝিয়ে লরির চালককে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রসঙ্গতঃ ভগবানপুর খাজুরআড়ী গ্রামের লরির চালক গুজিয়া পড়িয়ার সঙ্গে রাধাকান্ত মণ্ডল খালাসির কাজ করত।
মঙ্গলবার রাতে মহিষাদল থানার কাপাসএড়্যা এলাকায়রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় রাধাকান্তকে পুলিশ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। এরপর রাতেই রাধাকান্ত মণ্ডল (২৬) এরমৃত্যু হয়। বুধবার তমলুক থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।
তমলুক থানার পুলিশের প্রাথমিক অনুমান পথ দুরঘটনার ফলে মৃত্যু হয়েছে। বুধবার সকালে চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে গুজিয়ার বাড়িতে ঘেরাও করেবিক্ষোভ দেখায় মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। খবর পেয়েভগবানপুর থানার পুলিশ লরির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।