পূর্বমেদিনীপুর.ইন : খেজুরিতে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সৌগত দাস (২৪)। তাঁর বাড়ি খেজুরি থানার জাহানবাদ গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুর্ঘটনাটি ঘটেছে খেজুরির কলাগেছিয়া বাজারের কাছে। বৃহস্পতিবার এক যুবক সাইকেল করে মোবাইলে কথা বলতে বলতে আসছিল। সেই সময় একটি মোটরবাইক সাইকেলের পেছনে ধাক্কা মারে।
রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে সাইকেল আরোহী যুবকটি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খেজুরির ব্লক স্বাস্থকেন্দ্রের ভর্তি করে। পরে অবস্থায় অবনতি হলে চিকিৎসকরা তাঁকে কলকাতায় স্থানান্তরিত করে।
এরপর পরিবারের তরফে তাঁকে কলকাতার একটি বেসরকারী হাসপাতালের ভর্তি করে। শুক্রবার দুপুরের ওই যুবকের মৃত্যু হয়। এই মৃত্যুর সংবাদ গ্রামে পোঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp