পূর্ব মেদিনীপুর : রাতভর বোমাবাজির জেরে চূড়ান্ত উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরির তালপাটি কোস্টাল থানার মুরলিচক গ্ৰাম। রবিবার সকালে এই এলাকার রাস্তায় একটি তাজা বোমা উদ্ধারের পরেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে। খবর পেয়ে পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে নিষ্ক্রীয় করে। তবে কে বা কারা এই বোমা ফেলেছে তা নিয়ে চাপান উতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
গ্রামবাসীদের অভিযোগ, গতকাল রাত্রি ৮টা থেকে টানা বোমাবাজি ও গুলি চলছে এলাকা জুড়ে। আতংকে ঘরে থাকা যাচ্ছে না। অধিকাংশ পরিবারের ছেলেরা বাড়ি ছাড়া রয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। এই বিধানসভা এলাকায় বিজেপি জয়লাভ করার পর থেকেই সন্ত্রাস বেড়েছে বলে এলাকাবাসীদের দাবী। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
এদিনের বোমা উদ্ধারের ঘটনা নিয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ কুমার চক্রবর্তীর দাবী , বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা সন্ত্রাস চালাচ্ছে। গতকাল রাতেও তারা ওই এলাকায় একাধিক জায়গায় বোমাবাজি করে। এলাকায় সন্ত্রাস কায়েমের জন্যই এই বোমাবাজি হচ্ছে বলে দাবী জানিয়েছেন তিনি।
অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অডিনেটর মামুদ হোসেনের পাল্টা দাবী, এক সময় খেজুরিতে সিপিএমের দাপট দেখেছেন এলাকার মানুষ। পরবর্তী কালে তারাই বিজেপিতে যোগ দিয়ে প্রতিনিয়ত হামলা সন্ত্রাস চালাচ্ছে এলাকা জুড়ে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।