
মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের প্রাণকেন্দ্রেই বাড়ি ভাড়া দেওয়ার নামে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। ঘটনাটি জানতে পেরেই এলাকাবাসীরা বাড়িটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়।
খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ৩ যুবতী সহ ১ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বুধবার সন্ধ্যে নাগাদ কাঁথির উত্তর দারুয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা সেক মুরসেত তাঁর বাড়িটি ভাড়া দেওয়ার নামে সেখানে মধুচক্রের আসর বসিয়েছিল। ঘটনাটি জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।
তাঁদের থেকে খবর পেয়েই বুধবার সন্ধ্যে নাগাদ পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। তবে সেখানে উদ্ধার হওয়া ৩ তরুণীর দাবী, তাঁরা ড্যান্সবারে কাজ করার জন্য এখানে এসেছে। তাঁরা প্রত্যেকেই কলকাতা ও শহরতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কাঁথি ১ নং ওয়ার্ডের কাউন্সিলার সেখসাবুল বলেন,ওই বাড়িটি ভাড়ায় দেওয়া হত। তবে ভাড়াবাড়ির আড়ালে এই রকম ঘটনা ঘটছে বলে তাঁর জানা নেই। সূত্রের খবর, মেয়েগুলিকে এখানে রেখে খদ্দের ধরে আনা হতো। তবে গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।