ইন্দ্রজিৎ সাহু, পূর্বমেদিনীপুর.ইন : শনিবার খুব সকালে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের পুরী গেটের কাছে দুটি দোকান ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভুত হয়ে গিয়েছে। তুলো ও বেডিংয়ের দোকানদুটিতে বিপুল টাকার মালপত্র রাখা ছিল।
এদিন খুব সকালে আচমকাই দোকানটি থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। এছাড়াও ছুটে আসে খড়্গপুর টাউন থানার পুলিশ।
বেশ কিছু সময়ের চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা সামগ্রী পুড়ে সম্পূর্ণ ভস্মীভুত হয়ে গিয়েছে। যদিও সময় মতো দমকল এসে যাওয়ায় আগুন বাইরে বিশেষ ছড়িয়ে পড়তে পারেনি।
এই ঘটনায় বহু টাকার সামগ্রী পুড়ে গিয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp