পূর্ব মেদিনীপুর.ইন : সাংস্কৃতিক অনুষ্ঠানে মোটা টাকা দিয়ে কলকাতা থেকে ভাড়া করে আনা হয়েছিল নাচের দল। কিন্তু আয়োজক সংস্থা বিরুদ্ধে অভিযোগ, রাত গড়াতেই সেই নাচের দলের কাছে বিকিনি পরে মহিলাদের নাচ দেখানোর জন্য চাপ আসতে থাকে।
আর সেই দাবী না মানতেই নাচের দলের ওপর শুরু হয় মারধর। দলের মালিক থেকে গাড়ি চালক বাদ যায়নি কেউই। রাতভর তাঁদের আটকে রাখার পর রীতিমতো জরিমানা করা হয়েছে নাচের দলের ওপর।
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে কাঁথি ১ব্লকের সাবাজপুরের দাউদপুর এলাকায়। অবস্থা বেগতিক দেখে সকালে কাঁথি থানার সঙ্গে যোগাযোগ করেন নাচের দলের সদস্যরা। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে নাচের দলের সদস্যদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এরই পাশাপাশি আয়োজক সংস্থার এক যুবককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ড্যান্সট্রুপের মালিক সেক সানোয়ার বলেন, তাদের সংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নিয়ে এলেও রাত বাড়তেই কিশোরী ও যুবতীদের স্বল্প পেশাকে নাচের দাবি জানায় আয়োজক কমিটির যুবকেরা।
সেই দাবি মেনে না নেওয়ায় যুবতীর ও কিশোরীদের হাত ধরে টানাটানি শুরু করে আয়োজক কমিটির যুবকেরা। এছাড়াও গাড়ির চালক সহ তাঁকেও মারধর করা হয়।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp