দীপক প্রধান, পূর্বমেদিনীপুর.ইন : রবিবার গভীর রাতে সুতাহাটা থানার বাবুপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম সেক সইদুল। তাঁর বাড়ি সুতাহাটা থানার কাশীপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত্রি প্রায় ১টা নাগাদ বাবুপুর থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিল ওই যুবক। প্রচন্ড গতিতে আসার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে।
মাথায় মারাত্মক আঘাত লেগে রাস্তার পাশেই পড়েছিল ছেলেটি। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সুতাহাটা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ছেলেটির মাথায় কোনও হেলমেট ছিল না। গাছে ধাক্কা খাওয়ার জেরে তাঁর মাথায় মারাত্মক চোট লেগে ব্যাপক রক্তক্ষরণ হয়ে যায়। তারফলেই ছেলেটির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-