পূর্বমেদিনীপুর.ইন : বৃহস্পতিবার রাত্রি প্রায় ৩টে নাগাদ হলদিয়ার ৭নং ওয়ার্ড এলাকায় স্থানীয় বিধায়িকা তাপসী মন্ডলের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাপসীর দাবী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কান্ড ঘটিয়েছে। সম্প্রতি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপসী, তারপরেই এটা প্রথম হামলা বলে দাবী তাঁর। আজ সকালে তাঁর বাড়ির সামনে থেকে ২টি তাজা বোমা উদ্ধার হয়েছে।
তাপসী মন্ডলের দাবী, এই বোমাগুলিও ছোঁড়া হয়েছিল। তবে তা ফাটেনি। তিনি আরও জানান, এর আগেও একাধিকবার এমন হামলা চলেছে। এর পেছনে তৃণমূলের লোকজন জড়িত বলেই সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। তিনি জানান, একাধিকবার তৃণমূল তাঁর বাড়িতে বোমা মেরেছে, বাড়ি ভাঙচুর করেছে, স্বামীর ওপর ৩ থেকে ৪টে কেস দিয়েছে। কিন্তু এসব করে তাঁকে রাজনীতি থেকে দূরে সরানো যাবে না বলেই তাপসী জানিয়েছেন।
তাপসী মন্ডলের দাবী, গতকাল রাতে ঘুমিয়ে থাকার সময় বাড়ির বাইরে জোরাল আওয়াজ শুনেছিলেন। এরপর সকালে বাড়ির বাইরে তাজা দুটো বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে। সিঁড়ির কাছে বোমা মারা হয়েছিল।
যদিও তাপসী মন্ডলের দাবীকে নস্যাৎ করে হলদিয়ার তৃণমূল নেতা দেবপ্রসাদ মন্ডল জানিয়েছেন, তৃণমূলের বোমা মারার রাজনীতির দরকার পড়ে না। হলদিয়ার সিপিএম বিধায়িকা এখন বিজেপির সম্পদ। নিজের পুরানো দলের লোকেরা এতে ক্ষিপ্ত রয়েছে। তাছাড়া বিজেপিতেও পুরানো বনাম নতুন গোষ্ঠী কোন্দল এখন প্রকাশ্যে। এটা তৃনমূলকে বদনাম করার অপচেষ্টা বলেই দাবী তাঁর।