নন্দন বেরা, পূর্বমেদিনীপুর.ইন : রাস্তার ধারে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরা বাজারে। এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ দিঘা মেদিনীপুর রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।
খবর পেয়ে এগরা থানার পুলিশ এলেও পরিস্থিতি সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এগরা হাসপাতালের কাছে একটি দোকানের সামনে এক ব্যক্তি গাড়ি দাঁড় করিয়ে দেয়।
ওই ব্যক্তিকে গাড়ি সরাতে বললেও সে উল্টে ব্যবসায়ীকে মারধর করে বলে অভিযোগ। এরপরেই স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা এসে ওই ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে যায়। এরপরেই এলাকাবাসীরা পথ অবরোধ করে দেয়।
অফিস টাইমে প্রবল যানজটে আটকে পড়ে রাস্তা। বাড়ি থেকে বেরিয়ে নাকাল হন বহু সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তিকে গাড়ি রাখতে না বলায় ব্যাপক তান্ডব চালিয়েছে। তাই অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে এলাকাবাসী সরব হয়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বেলা ১১টা পর্যন্তও এলাকায় উত্তেজনা রয়েছে ।


