পূর্বমেদিনীপুর.ইন : ১০০ দিনের কাজের সুফল সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ঝাঁপাল রামনগরের দেপাল গ্রাম পঞ্চায়েত। শনিবার পঞ্চায়েত প্রধান অনুপ কুমার মাইতির নেতৃত্বে এমজিএনআরইজিএ প্রকল্পের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়।
যেখানে উপস্থিত ছিলেন উপপ্রধান তাপস কান্তী দত্ত, রামনগর ২নং পঞ্চায়েত সমিতির সদস্য ও শিক্ষা কর্মাধক্ষ সৌমেন গিরি, স্বাস্থ্য সঞ্চালিকা সুজাতা গুচ্ছাইত, মহিলা স্বনির্ভর গোষ্টীর সঞ্চালিকা অর্চনা বেরা।
এছাড়াও উপস্থিত ছিলেন দেপাল অঞ্চলের সমস্ত সদস্য, সদস্যা ও সুপারভাইজাররা। সেই সঙ্গে উপস্থিন ছিলেন দেপাল অঞ্চলের কর্মী সহ ব্লক স্থরের অফিসারেরা।
এই বৈঠকে ১০০ দিনের কাজের বিররণী তুলে ধরা হয় এবং ভবিষ্যতের কাজের পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চায়েত প্রধান অনুপ কুমার মাইতি জানিয়েছেন, সদস্য ও সুপারভাইজদের আরও বেশী করে সচেতন হতে হবে। এলাকার সমস্ত মানুষ যাতে ১০০ দিনের কাজ করতে পারেন সে দিকে লক্ষ রাখতে হবে।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp