পূর্বমেদিনীপুর.ইন : ঘন কুয়াশায় লক্ষভ্রষ্ট হয়ে একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারল একতি ৩ চাকার আলফা গাড়ি। এই ঘটনার জেরে আলফা গাড়ির চালক মারাত্মক জখম হয়েছে। সেই সঙ্গে তার খালাসীও আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার খুব সকালে ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানার সিদ্ধা বাজারের কাছে ৬নং জাতীয় সড়কের ওপর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন গাড়ি দুটি খড়্গপুরের দিকে যাচ্ছিল। সিদ্ধা বাজারের কাছে আচমকাই ট্রেলারটি দাঁড়িয়ে পড়লে তার পেছনে থাকা আলফা গাড়িটি সজোরে ট্রেলারের পেছনে ধাক্কা মারে।
ঘটনাটি দেখে স্থানীয়রা ছুটে এসে আলফা গাড়ির চালক ও খালাসীকে উদ্ধার করে। খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার জন্য তমলুক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে ঘটনার পরেই ট্রেলারের চালক ও খালাসী গাড়িটিকে ফেলে রেখে পালিয়ে যায়।
কি হয়েছিল দেখুন ভিডিওটি-