পূর্বমেদিনীপুর.ইন, ঘাটাল : বৃহস্পতিবার থেকে ঘাটালে শুরু হয়ে গেল ২৯তম ঘাটাল পত্র ও পুষ্প প্রদর্শনী। এই মেলা চলবে ১০ই জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত।
পুষ্প প্রর্দশনীটি এদিন শুরু হল ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামের প্রসন্নকুমার স্মৃতি মহিলা ও শিশু উদ্যানে। প্রদর্শনীর উদ্বোধন করেন ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জগন্নাথ গোস্বামী।
এই প্রর্দশনীতে রয়েছে নানান রমকের ফুল ছাড়াও বিভিন্ন ধরণের ফল, পাতাবাহার, সবজি গাছ সহ নানান অসংখ্য রং বাহারি গাছের প্রদর্শনী। এছাড়াও মকরসংক্রান্তিকে কেন্দ্র করে থাকছে পিঠেপুলি উৎসব।
সেই সঙ্গে রয়েছে হস্তশিল্প প্রদর্শনী, আল্পনা প্রতিযোগিতা, ক্যুইজ, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp