ইন্দ্রজিৎ সাহু, নিউজবাংলা : নতুন ভাবে ঘুরে দাঁড়াতে সাধারণ মানুষের সমস্যাকে সামনে রেখে আন্দোলনে নামল পশ্চিম মেদিনীপুরে এক সময়ের কংগ্রেসের গড় হিসেবে পরিচিত সবংয়ে।
একাধিক দাবীতে বৃহস্পতিবার সবং বিডিও অফিসে ডেপুটেশান দিল জাতীয় কংগ্রেস। এদিন বিকেলে সবং এলাকায় দলীয় কর্মীরা মিছিল করার পর ব্লক অফিসের সামনে একটি পথসভাও করেন।
তারপর একটি প্রতিনিধি দল ব্লক অফিসে গিয়ে ডেপুটেশন দেন। যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা চিরঞ্জীব ভৌমিক, বিজয় বেরা, সেখ সাত্তার, জয়ন্ত ভৌমিক সহ শতাধিক কর্মী।
তাঁদের মূল দাবী ছিল, ধানের সহায়ক মুল্য ২৫৫০ টাকা করা, ধান ক্রয়ের জন্য গ্রাম পঞ্চায়েতে দুটি করে কেন্দ্র খোলা, কৃষকদের রাজনৈতিক রঙ না দেখা, ১০০ দিনের কাজের রাজনৈতিক বিরোধীতা না করা।
এছাড়াও সাধারণ মানুষের জন্য একাধিক দাবী নিয়ে এদিন ডেপুটেশান দেওয়া হয়। কংগ্রেস নেতা চিরঞ্জীব ভৌমিক জানান, কংগ্রেসের গড় হিসেবে পরিচিত সবং আছে থাকবে।
দিন কয়েক আগে শেষ হওয়া ৫টি রাজ্যের বিধানসভা ভোটে তা বুঝতে পেরেছেন সকলেই। পাশাপাশি তৃনমুল নেতা মোবারক আলির কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে তাঁর মন্তব্য, এই এলাকায় কংগ্রেস তাঁর শক্তি নিয়ে পুনরায় ফিরে আসবে।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp