রাজকুমার আচার্য, পূর্বমেদিনীপুর.ইন : বৃহস্পতিবার সন্ধ্যায় পাড়ার পুজো দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরের শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা অক্ষয় মাজী। কিন্তু তারপর থেকে তাঁর আর কোনও হদিশ মেলেনি।
শুক্রবার দুপুরের দিকে শ্রীকৃষ্ণপুর গ্রামের রাস্তার পাশের পুকুর থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। কিভাবে তাঁর মৃত্যু তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃতের স্ত্রী মধুমিতা মাজীর অভিযোগ, এই ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে। খবর পেয়ে চন্ডীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
স্থানীয়দের দাবি পেশায় রিক্সাচালক অক্ষয় এলাকার ভালো ছেলে বলে পরিচিত। কিন্তু কি কারনে এমন ঘটনা তা পরিষ্কার নয়। যদিও স্থানীয় গ্রামবাসীদের দাবী, এলাকারই এক গৃহবধূর সঙ্গে ওই যুবকের অবৈধ সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে।
তাঁর মৃত্যুর পেছনে এই ঘটনার কোনও সংযোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে এলাকাবাসীদের দাবী, মৃতদেহটি উদ্ধারের সময় তাঁর মাথায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। যদিও এই ঘটনার বিষয়ে পুলিশ এখনও কিছুই জানায়নি।