এগরা, পূর্ব মেদিনীপুর.ইন : কাঁথি ও এগরা মহকুমা এলাকায় বেকার যুবক যুবতীদের চাকুরি দেওয়ার নাম করেপ্রতারনার অভিযোগ উঠলো কয়েকজন যুবকের বিরুদ্ধে। আর এমন অভিযোগ পেয়ে তিন প্রতারক যুবককে গ্রেফতার করেছে এগরা থানার পুলিশ।
ধৃতরা হল আকলাবাদের বাসিন্দালক্ষীকান্ত দাস, কসবা এগরার বাসিন্দা স্বরূপ দাস মহাপাত্র এবং স্বপন মান্না। বুধবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে নিয়ে গেলে বিচারক তাঁদের ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন এলাকায় অফিস খুলে রেখেছিল অভিযুক্তরা। এগরার বালিঘাই বাজারেওএকটি বাড়িতে ভাড়া নিয়ে অফিস খুলে রেখেছিল ওই অভিযুক্তরা।
যেখানে এগরা থানার বাথুয়ারী গ্রামের সুপ্রিয় গিরি নামের এক ব্যক্তি সুরক্ষাকর্মীর চাকুরির জন্য আবেদন জানায়। অভিযুক্তরা তাঁকে এই কাজের জন্য মোটা টাকা দাবী করে। সেই দাবী পূরণ করতেই সুপ্রিয়বাবু প্রায় এক লক্ষ টাকা ওই সংস্থাকে দেয় বলে অভিযোগ।
সুপ্রিয়বাবুকে বলা হয়, প্রত্যেক মাসে প্রায় দশ হাজার টাকা বেতনের চাকরী দেওয়া হবে বলে কোম্পানিরতরফে বলা হয়। কিন্ত এরপর বেশ কয়েক মাস কেটে গেলেও তাঁরচাকুরি হয়নি। বাধ্য হয়ে প্রতারক যুবক এগরা থানায় লিখিতঅভিযোগ দায়ের করেন৷
অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে। এগরা থানার ওসি কৃষ্ণেন্দুপ্রধান জানান,অভিযোগ পেয়ে ঘটনারতদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে এই ভাবে আর কোনও ব্যক্তিকে প্রতারিত করা হয়েছে কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।