নন্দন বেরা, পূর্বমেদিনীপুর.ইন : শনিবার সকালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত রোগীর নাম জহর মন্ডল (৪১)। তাঁর বাড়ি এগরা ১নং ব্লকের বেনাচাপড়ি গ্রামে।
মৃতের পরিবারের অভিযোগ, এদিন সকালে শ্বাসকষ্টের জন্য জহরবাবুকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেই সময় হাসপাতালে কোনও অক্সিজেনের সিলিন্ডার ছিল না বলেই দাবী পরিবারের। তাই একপ্রকার বিনা চিকিৎসাতেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের বাইরে ব্যাপক ভিড় জমান রোগীর আত্মীয়রা। তাঁরা কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন। একটি সরকারী হাসপাতালে এভাবে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না কেউই।
মৃতের পরিবারের দাবী, তাঁকে সকাল ১১টা নাগাদ হাসপাতালে নিয়ে আসার পর কোনও অক্সিজেন না পেয়ে মাত্র আধঘন্টা বাদেই তাঁর মৃত্যু হয়। পরিবারের লোকেরা দীর্ঘক্ষণ হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। পরে এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রোগীর পরিবার।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp