দীপক প্রধান, হলদিয়া : জনগন থেকে বছরভর বিচ্ছিন্ন থাকেন। এলাকার বাসিন্দারা কোনও কাজে দেখা করতে গেলে সময় দেন না বলেই অভিযোগ হলদিয়া পুরসভার ২৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শ্রাবন্তী শাসমলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার নিজের ওয়ার্ডের জলমগ্ন এলাকা পরিদর্শনে যেতেই কাউন্সিলারকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। যদিও কাউন্সিলারের পাল্টা দাবী, “নিজের ঘর ডুবে রয়েছে। তবুও এলাকায় ছুটে এসেছি। তারপরেও অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে”।
যদিও এই কথার সমর্থন করছেন না পুরসভার ২৪নং ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা শুভাশিষ মহাপাত্র জানান, এই এলাকার বাসিন্দারা বিজেপি করেন এই অভিযোগে তৃণমূলের কাউন্সিলার কখনওই খোঁজ রাখেন না। দিন কয়েক ধরে এলাকার মানুষ জলবন্দী থাকলেও কাউন্সিলারের সময় হয়নি। এখন আচমকাই বৃহস্পতিবার তিনি এলাকায় এসেছেন। কাউন্সিলারকে হাতের কাছে পেয়ে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে বলেই দাবী তার।
তবে শ্রাবন্তীর দাবী, আমার নিজেরও বাড়ি ডুবে গিয়েছে এবার। গত ৩০ বছরে কখনওই এই এলাকায় জল জমতে দেখিনি। এই পরিস্থিতিতে গোটা ওয়ার্ডেই ছুটতে হচ্ছে। জল নিকাশী যাতে তাড়াতাড়ি হয় তা নিয়েই দৌড়ঝাঁপ করছি। তবে এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন বলে আসিনি এটা ঠিক নয়। এই এলাকার প্রত্যেকটি মানুষের জন্য আমাকে কাজ করতে হয়। তাই যারা অভিযোগ জানাচ্ছেন সেটা সঠিক নয় বলেই দাবী তাঁর।