পার্থ খাঁড়া, পূর্বমেদিনীপুর.ইন : এ এক অত্যন্ত নিম্ন মানসিকতার নজির। জমি জমা সংক্রান্নত বিবাদের জেরে নিজের ছেলের হাতেই রক্তাক্ত হলে এক বৃদ্ধা মহিলা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার পাতলি গ্রামে।
আশঙ্কাজনক অবস্থায় প্রহৃতা রাইসেন বিবি(৮০)কে বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন গ্রামবাসীরা। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন ওই বৃদ্ধার মাথায় ও চোখে আঘাত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জমিজমার বিষয় নিয়ে প্রায় প্রতিদিনই মা ও ছেলে সেক মনসুরের মধ্যে ঝামেলা বেঁধে থাকত। ছেলের রাগ এমন পর্যায়ে পৌঁছায় যে, গতকাল রাত ৯টার দিকে ছেলে মনসুর মারধর করে তার মাকে।
গ্রামবাসীরা চিৎকার শুনে ছুটে গিয়ে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় রাইসেন বিবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর থেকে পলাতক ছেলে সেক মনসুর।
বেলদা থানায় গ্রামবাসীদের পক্ষ থেকে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। শুক্রবার লিখিত অভিযোগ জানাচ্ছেন রাইসেন বিবির আত্মীয় ও গ্রামবাসীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
——- বিজ্ঞাপন ——-