পূর্বমেদিনীপুর.ইন : ভূগর্ভস্থ জলের যথেচ্ছ ব্যবহার, অপ্রয়োজনীয় ভাবে জল নষ্ট করার জেরে ক্রমেই ফুরিয়ে যাচ্ছে জীবনের আধার। সেই সঙ্গে সবুজের যথেষ্ট ধ্বংস করে প্রাণবায়ু নষ্ট হচ্ছে। তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য।
এই পরিস্থিতি থেকে বাঁচতে গ্রামে গ্রামে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের অমৃতবেড়িয়া পল্লী উন্নয়ন সংঘ। সংস্থাটি এলাকার মহিষাদল ও নন্দকুমার ব্লকে প্রায় ৫০০’রও বেশী স্ব-সহায়ক দল পরিচালনা করে।
সংঘের সভাপতি সুকেশ মিশ্র জানিয়েছেন, তাঁরা মহিলাদের উন্নয়নের মাধ্যমে সমাজের উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছেন। পাশাপাশি পানীয় জলের অপচয় রোধ করতে এবং সবুজায়ন গড়ে তুলতে তাঁরা দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার প্রয়াস চালাচ্ছেন তাঁরা।
ইতিমধ্যে তাঁরা নন্দকুমার ব্লকের ব্যবত্তা পূর্ব গ্রাম পঞ্চায়েতের শতাধিক স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে এমনই একটি সচেতনতা শিবির আয়োজন করেন। এই শিবিরে মহিলাদের পানীয় জল অপচয় বন্ধের জন্য সচেতন করার প্রয়াস নেওয়া হয়েছে।
জামাকাপড়, থালাবাসন ধোয়া’র পাশাপাশি গাছপালায় জল দেওয়ার ক্ষেত্রেও পানীয় জল ব্যবহার যাতে না করা হয় সেদিকেই লক্ষ রাখতে বলা হয়েছে মহিলাদের। এছাড়াও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধের জন্যও মহিলাদের বিশেষ ভাবে সচেতন করা হয়েছে।
সুকেশ মিশ্র জানান, তাঁরা প্লাস্টিকের ব্যবহার বন্ধের পাশাপাশি শব্দ দূষণ রোধ করতেও নানান কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এছাড়াও এলাকায় আরও বেশী করে গাছ লাগানোর উদ্যোগও সংস্থার তরফে নেওয়া হয়েছে। এছাড়াও গ্রামে গ্রামে মহিলাদের প্রচারে স্ব-সহায়ক দলগুলির মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতন করে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন তাঁরা।

