নন্দন বেরা ও মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : জামাইষষ্ঠীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কাঁথি এগরা রাজ্য সড়কের রাউতাড়া ও কেশরকুন্ডার মাঝামাঝি নাইদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ট্রেকারের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারার জেরেই এই ঘটনা।
দুর্ঘটনার পরেই ডাম্পারটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অন্যদিকে সেই সময় ট্রেকারে সওয়ার ছিলেন বহু যাত্রী। যারা প্রত্যেকেই মারাত্মক জখম হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, আহতদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও একাধিক যাত্রী মারাত্মক জখম হয়েছেন। তাঁদের দেহগুলি কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুলিশ। এছাড়াও দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিভিয়েছে।
এই ঘটনার জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।